সুপার হিরো
সুপার হিরো
হতে চাই আমি সুপার হিরো
নিজেকে তাই করি যাচাই সিপাহী
যদিও কিশোর আমি
শক্তিতে কিছু কম নই
অনেক কিছুই করতে পারি
সমাজের কালি মুছতে পারি
অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারি
অসহায়কে ন্যায় বিচার দিতেও পারি
কারণ আমি যে সুপার হিরো
কাজকর্মে নই তো জিরো
দেশের আমি যে বাহাদুর সিপাহী
সবাইকে আমি ভালোবাসতে চাই
চলুক সবাই ভালো পথে
বিঘ্ন বিপদ জয়ী মনোরথে ।।
