সুখ-দুঃখের খেলা
সুখ-দুঃখের খেলা
সুখ-দুঃখ দিয়ে ভরা মানুষের জীবন,
তবুও সে দুঃখকে করে অবহেলা আর সুখকে জানায় অভিনন্দন।
দুঃখ এলে মানুষ ভয় কেন পায়?
দুঃখ এলে পরেই তো সুখকে বোঝা যায়।
সারাটা জীবন সে করে সুখের আশা,
অজান্তেই ভাসায় সে দুঃখের ভেলা।
ভুলে কেন সে যায় সুখ তো দুঃখেরই সাথী.
তারা নিরন্তর চলে পাশাপাশি।
দুঃখের স্পর্শে শুদ্ধ হয় মন.
তাই সংশয় দূর করে দুঃখকে কর আলিঙ্গন।
দেখবে দুঃখ মনে হবে সুখের মত,
বেদনার জানালা দিয়ে সুখ আসবে অবিরত।
