STORYMIRROR

Paula Bhowmik

Action Inspirational

3  

Paula Bhowmik

Action Inspirational

সুজন বন্ধু

সুজন বন্ধু

1 min
216

ওগো সুজন বন্ধু আমার, দিনে রাতে,

মাঝ গাঙেতে, তোমার তরনী যে ভাসাও।

কখন উঠবে যে ঝড়, দুলবে তরী,

তার খবর কি করে, কোথায় তুমি পাও?

বৈঠা বাওয়ার ফাঁকে কি তুমি, 

মাঝে মধ্যে ঐ আকাশের পানে তাকাও !

আকাশের রঙ বদল দেখেই

বোধহয় তুমি সবটাই আন্দাজ করে নাও।

যখন রাতের আকাশ কালো না হয়ে,

ছড়িয়ে দেয় সাদা-লাল দিনের মতো আলো,

আমিও যে বেশ যাই বুঝে,

এবার বোধহয় বৃষ্টি, বা ঝড় ওমনি ধেয়ে এলো।

মনে মনে ভাবি যে তখন, 

তোমার ঐ ছোট্ট - ডিঙি খানির কথা !

কি করে যে দেবে সামাল, যেন আমারই মাথাব্যথা।

জানি আমি তোমার মাথায়, 

আছে অনেক দায়, যতোই দুলুক ডিঙি তোমার, 

যাত্রীদের পৌঁছে দিতেই হবে তাদের গাঁয়। 

আমার মতোই হয়তো ওরা, 

অনেকেই জানেনা মোটেই, একটু - ফোঁটা সাঁতার ! 

তোমার ভরসাতেই রয়েছে

ভেবেছে এভাবেই করবে এই নদীটা পারাপার। 

আমার মতোই ওদেরও যে, 

তোমার ওপর বিশ্বাস সীমাহীন, অনন্ত, অপার! 

ঝড়ের ভয়ে তাই ওরা করুক যতোই দাপাদাপি, 

ন্যায় অন্যায় করোনা গো অতোটা মাপামাপি।

শক্ত হাতে তুমি শুধু হালটি ধরে থেকো, 

সকলের বিশ্বাসের ঐ মর্যাদাটুকু রেখো। 

তোমার নৌকায় উঠেছে যারা, 

গরীব কিংবা হয়তো তারা ধনী । 

গহীন জলে ওরা যে সবাই তোমার মানেই মানী! 

সকলেরই ভরসা তুমি, আমি তো এটুকুই জানি। 



Rate this content
Log in

Similar bengali poem from Action