STORYMIRROR

Manik Goswami

Fantasy Inspirational Others

3  

Manik Goswami

Fantasy Inspirational Others

সতর্কতা মানো

সতর্কতা মানো

1 min
144


আইনের চোখে দোষী হলে জানি

বন্দি জীবন কাটে,

দোষ না করেও ছিলাম বন্দি

করোনার দৌলতে।

বাতাসে উড়েছে কালরূপী বিষ,

মৃত্যুর পরোয়ানা;

স্বজন হারায়ে দিশেহারা জনে,

প্রাণের প্রার্থনা।

ঘরেতে বন্দি, খাবার আকাল,

কাতর আর্তি চোখে;

দিশাহীন পথে জীবনের বাণী

হারিয়ে গিয়েছে শোকে।

সাদা কাপড়ের মহামারী সাজ,

শবের লেগেছে সারি;

ভীতিবিহ্বল মানব জীবনে

করোনার বাহাদুরি।

করোনা যুদ্ধে টিকার প্রয়োগ

করেছে আমার দেশ;

সময়কালীন সতর্কতায়

কমেছে মারীর দ্বেষ।

রোগের প্রকোপ কমে গেছে ঠিক,

মৃত্যুহারও নিচে;

খুশির মাঝেও ব্যথা জাগে প্রাণে,

স্বজন হারিয়ে গেছে।

রয়ে গেছি যারা, তাদের ওপরে

দায়িত্ব রয়েছে শত;

তাপ কমিলেও ধিকি ধিকি আঁচ

জ্বলে যায় অবিরত।

দাপট কিছুটা কমেছে মারীর,

তবুও হয়নি শেষ,

সাবধানতা মানতেই হবে,

সহ্য করো ক্লেশ।

মুখবন্ধনী খুলোনা কখনো,

মুখমণ্ডলে বাঁধো,

মঙ্গলতরে জাগরুক হোক

সুস্থ থাকার বোধও।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy