Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

Sudipta Chowdhury

Romance Inspirational Others

3  

Sudipta Chowdhury

Romance Inspirational Others

“সোনালি ভবিষ্যতের কাণ্ডারি “

“সোনালি ভবিষ্যতের কাণ্ডারি “

1 min
168



শিক্ষক মানে;

কখনো স্নেহের বাঁধনে বাঁধা আবার কখনো শাসন।

শিক্ষক মানে;

সর্বদা গুরুগম্ভীর মুখশ্রী যেন হাসতে তাদের মানা!

শিক্ষক মানে;

বন্ধু, অভিভাবক, পিতৃ, মাতৃ কিংবা ভাতৃ সমতুল্য।

শিক্ষক মানে;

মানুষ তৈরির কারিগর।

শিক্ষক মানে;

সোনালি ভবিষ্যতের কাণ্ডারি।

শিক্ষক মানে;

পরীক্ষা; নাম্বার; পরীক্ষার খাতা নিয়ে ব্যস্তময় সারাবেলা।

শিক্ষক মানে;

কল্পনার জগতকে একপাশে রেখে বাস্তবতা দেখানো।

শিক্ষক মানে;

ভাষা কিংবা সাহিত্য তুলে ধরা শিক্ষার্থীদের মাঝে।

শিক্ষক মানে;

বিরামহীনভাবে ক্লাস নেয়া আর হাজারো প্রশ্নের ভাণ্ডার।

শিক্ষক মানে;

ক্লাসের শেষ দিনে ভারাক্রান্ত মন নিয়েও হাসি মুখে কথা বলা আর অশ্রুসজল আঁখি।

হে শিক্ষক!

আপনি থাকবেন এমনি শ্রদ্ধাভাজন ব্যক্তি হয়ে সকল শিক্ষার্থীদের মাঝে!


                 


Rate this content
Log in

Similar bengali poem from Romance