“তুমি আছো বলে”
“তুমি আছো বলে”
তুমি আছো বলে সবকিছু নতুন লাগে।
তুমি আছো বলে জীবনের বাঁচবার অনুপ্রেরণা জাগে।
তুমি আছো বলে দুচোখে আজো স্বপ্ন আঁকি।
তুমি আছো বলে ভালবাসার জোয়ারে ভাসি।
তুমি আছো বলে হৃদয়ের ভালবাসার ভুবন এতো রঙ্গিন।
তুমি আছো বলে প্রাণ খুলে হাসতে পারি।
তুমি আছো বলে আমি বেঁচে আছি।
তুমি বিহীন আমার এই জীবন হারায় সুখের রং।
আছো তুমি আমার হৃদয় জুড়ে।
আমার হৃদয় শুধু ভালবাসে তোমায়!
কোনদিন তুমি হারিয়ে গেলে থাকবে না এই দেহে প্রাণ।
সারাজীবন রাখবো তোমায় বেঁধে আমার এই হৃদয় মাঝে।