"নতুন আশার প্রত্যাশা"
"নতুন আশার প্রত্যাশা"
বিষ হয়ে সত্যিই যেন প্রকৃতি আর মানবের জীবনে;
দিয়ে গিয়েছে বিষ ছড়িয়ে।
অনেক কিছু হারিয়েছে মানব জীবন থেকে।
সেই সাথে নষ্ট হয়েছে প্রকৃতির সৌন্দর্য।
আঁধার কেটে যখন নতুন প্রভাত আসবে;
তখন যেন সকল বিষের প্রকপ থেকে-
প্রকৃতি আর মানব মুক্ত হয়ে নির্মল নিশ্বাস নিতে পারে।
নতুন আশার প্রত্যাশা নিয়ে জানাই-
"Happy New Year 2021"