“তোমার মাঝে বাঁচবো আমি”
“তোমার মাঝে বাঁচবো আমি”
মেঘলা আকাশ!
মৃদু বাতাস!
বসে দুজন পাশাপাশি!
নেই কোন আলাপন!
হঠাৎ শুরু হলো ঝুমবৃষ্টি সেই সাথে বজ্রপাত।
ভয়ে তুমি জাপটে ধরলে আমার হাত।
তোমার স্পর্শে অজান্তেই আমার আঁখির অশ্রুধারা এবং বৃষ্টিধারা হয়েছে মিলেমিশে একাকার।
ভাবলাম আপন মনে “কিছুদিন পর পাবেনা এই হাত সেই সাথে এই আমাকে।
তুমি তখনো শক্ত করে রেখেছো ধরে আমার হাত।
বললাম আমি তোমায়, “সাগরিকা কি করে থাকবে আমায় ছেড়ে ?
কোন উত্তর না দিয়ে কাঁদতে লাগলে তুমি জড়িয়ে ধরে আমায়।
আমিও তোমায় শেষ বারের মতো শক্ত করে জড়িয়ে ধরলাম।
ভাবিনি তোমায় ছেড়ে এমন করে পৃথিবী থেকে নিতে হবে বিদায়।
অবিরামভাবে বয়ে চলেছে অশ্রুধারা।
নিজেকে সামলে নিয়ে বললাম, “এই পাগলি তোকে ছেড়ে কোথায় যাবো?
আমি যে বাঁচবো তোর মাঝে।
থাকবো তোর পাশে সবসময়।
এইবার তবে বিদায় দে আমায় হাসি মুখে”।
তুমি আমায় আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরে অবিরামভাবে কেঁদে চলেছো।
পৃথিবী থেকে বিদায়ের আগে শেষবারের মতো দুজন হয়েছি সিক্ত অশ্রুধারা এবং বৃষ্টিধারায়।