“ভালবাসার নিঃশেষিত দাবদাহ”
“ভালবাসার নিঃশেষিত দাবদাহ”
মেঘবিহিন স্নিগ্ধ আকাশ।
নানারঙ্গের আলোয় আলোকিত পুরো বাড়ি!
মেহমানদের আসা যাওয়ায় মুখরিত সারা ঘর।
সবার মধ্যমণি আমি আজ!
আজ আমার বিয়ে।
ভালবাসার মানুষগুলোকে ছেড়ে যেতে হবে অন্য কোন ঘরে।
হৃদয়টা যাচ্ছে ভেঙ্গে কেননা এই জীবনে পেলাম না আমারি মনের মানুষটিকে;
যাকে অনেক বেশি ভালবেসেছিলাম।
নিয়ে যাওয়া হল বিয়ের আসরে!
বিয়েও হয়ে গেলো সব রীতি-নীতি মেনে।
সবাই আমায় যাচ্ছে দেখে দেখে বিয়ের কনের সাজে!
রাত ২ টা বেজে পাঁচ মিনিট।
হঠাৎ মোবাইলটি কেঁপে উঠলো।
দেখলাম সেই চিরচেনা নাম্বার!
আঁখিদুটি ভেসে উঠলো জলে!
নিস্তব্দ রাত; সবাই ঘুমিয়ে পড়েছে।
কাঁপা কাঁপা হা
তে ফোনটি ধরলাম!
এক অচেনা মানুষ বলে উঠলো
“সুখে থেকো তোমার ভালবাসার নিঃশেষিত দাবদাহের বিনিময়ে”।
কিছু বুঝে উঠতে পারছিলাম না!
সেই কণ্ঠটি বলে উঠলো “তোমার এই মধুরক্ষণে তোমার ভালবাসার মানুষটির শরীর জ্বলছে আগুনে”।
আমি শুনা মাত্র অচেতন হয়ে গেলাম!
তোমার কাছে একটা প্রশ্ন “কেন এমন করলে? নাই বা পেলে এই জীবনে আমায়?”
তোমার ভালবাসার নিঃশেষিত দাবদাহ করবে আমায় ক্ষত-বিখত!
তাই দেখে তুমি ঐ পাড়ে বসে সুখী হবে তো!
তুমি সুখী হলেই আমি সুখী।