STORYMIRROR

Sudipta Chowdhury

Romance Tragedy

3  

Sudipta Chowdhury

Romance Tragedy

“ভালবাসার সুখের নীড়”

“ভালবাসার সুখের নীড়”

1 min
1.1K



ভালবাসা এমন এক অনুভূতি যার কোন সংজ্ঞা হয়না শুধু অনুভব করা যায় হৃদয় দিয়ে।

ভালবাসা মানুষকে বাঁচতে শেখায়; হৃদয়কে দেয় ভালবাসার হাজারো রং এর পরশ।

ভালবাসার মাঝে থাকে হাজারো অভিমান, খুনসুটি আর ভালবাসার মানুষটিকে হারাবার ভয়!

অনেক সময় কালবৈশাখী ঝড়ের মতো ভালবাসা সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

আমার জীবন থেকেও হারিয়ে গিয়েছে আমার ভালবাসার মানুষটি;

যাকে কোনদিন ফিরে পাবো না আমার জীবনে!

সেইদিন হাঁটছিলাম অজানার পথে; হঠাৎ নজরে এলো একটি দম্পতি।

তাঁদের আশ্রয় বলতে ফুটপাতের মাঝে ছালা দিয়ে বানানো ছোট সুখের নীড়।

তারা বিকেলে দুজন মিলে একসাথে চা খাচ্ছিল আর প্রাণ খুলে হাসছিল।

গোধূলি বিকেলের হলুদ আভা পড়েছে স্ত্রীর মুখশ্রীতে;

 স্

বামী বলছিল “তোরে খুব সুন্দর লাগতাছে রে বৌ; মাঝে মাঝে সাজিস না কেরে”

স্ত্রী লাজুক কণ্ঠে বললো, “কি যে কন না আপনি; বুড়ি হইছি লজ্জা করেনা”

এই বলে তার মাথাটি তার স্বামীর কাঁধে রেখে হাত ধরে ভাসছিল প্রেমের জোয়ারে!

এই দম্পতির টাকা না থাকলেও তাঁদের ছোট সংসার ভালবাসায় পূর্ণ।

ভালবাসার জীবনে অর্থের কোন প্রভাব থাকেনা যদি পরস্পরের মাঝে ভালবাসা থাকে অটুট!

ইট-পাথরের বড় বড় দালানকোঠায় থেকেও সেই ভালবাসা থাকেনা দুজনের মাঝে!

তাঁদের মাঝে থাকে মিথ্যে ভালবাসা; প্রতারণা আর দেহ ভোগের প্রবল ইচ্ছে।

ফুটপাতে থেকেও বানানো যায় “ভালবাসার সুখের নীড়”; এই দম্পতির মতো!

এই দম্পতির মিষ্টি ভালবাসা হৃদয়ে ধারণ করে পেলাম জীবনে ভালবাসার নতুন অর্থ। 



Rate this content
Log in

Similar bengali poem from Romance