সঙ্গী
সঙ্গী
একটা খোলা জানলার পাশে এসে দাঁড়িয়েছি,
দিগন্ত বিস্তৃত মাঠ-ঘাটে উন্মুক্ত প্রকৃতি,
বিস্তীর্ণ তৃণে বসার অনুমতি দিয়েছে সে মাঠ,
রাশি রাশি স্বপ্ন বুনতে দিয়েছে সে খোলা আকাশ,
পদ্মপাতায় টলটলে জল দেখতে দিয়েছে ঘাট।
আমি একটা খাঁচা থেকে একটা পাখি উড়িয়েছি,
পাখিটার সুখ বুকে নিয়ে তাকিয়েছি ওর পানে,
মুক্ত ডানায় ওর চঞ্চলার রিন রিন শুনেছি বেশ,
বুক ভরা শ্বাসে ওর কৃতজ্ঞতা জানানোর ভাষা,
অপরূপ সে ডাকে ঝরেছে বার বার থেকে থেকে।
আমি একটা নদীর কাছে এসে দাঁড়িয়েছি,
নদীটা চেয়ে চেয়ে দেখে পরখ করেছে আমায়,
তারপর শুনিয়েছে ওর দুঃখ কষ্টের গল্প,
আমার বুকে মাথা রেখে কেঁদেছে অনেকক্ষণ,
আমি ওদের সবার বিশ্বাস রাখার চেষ্টায় আছি।
