STORYMIRROR

Sutapa Roy

Abstract Fantasy Others

3  

Sutapa Roy

Abstract Fantasy Others

সিক্ত প্রহর

সিক্ত প্রহর

1 min
125


শার্সির আরশিতে তোর মুখের ছায়ায় বৃষ্টির বিন্দু,

ঝরতে গিয়েও হৃদয়ের তন্ত্রীতে বাঁশি হয়ে,

সুরেলা সঙ্গীত বেজে ওঠে তোর মনের কাণায়,

সবাই বলে এ ঝড় আসার পূর্ব মুহূর্ত,

কেমন থমথমে অভিমানী আকাশে কালো মেঘ,

ভালোবাসার অনুরণনে ভিজতে চায়,

শোকের কথকতা না হয়ে চুঁয়ে পড়ুক ওষ্ঠে,

রাইসম নীলাম্বরী আঁচলের মিষ্টি ছোঁয়া,

সুখের বারিবিন্দু অভিকর্ষ সীমার বুক ছুঁয়ে,

রূপসী গাছের বেষ্টনে জাগুক কিশলয় চাওয়া,

গাঢ় সবুজে বর্ষা সুন্দরীর নিবিড় পদচারণা,

প্রেমিক মন মেঘের দলে মিশে যক্ষ হতে চায়,

বিজলি শিখায় ধরা আছে কত অতৃপ্তির চুমুক,

আশার শীতলতায় পুড়তে চায় গ্রীষ্মের দহন,

কত দিনের আকন্ঠ তৃষ্ণা মেটে চাতকের প্রাণে,

প্রেমিক যুগলের বেঁধে বেঁধে থাকা হাতও ভেজে,

ওদের স্বপ্নে বর্ষণ নামে,ঘোর লাগে ভালোলাগার,

রাস্তাটাও যেন চেয়ে আছে আগামীর অপেক্ষায়,

প্রতি প্রহরে সিক্ত হবে অনেক মানুষের পথচলায়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract