STORYMIRROR

Sutapa Roy

Abstract Others

3  

Sutapa Roy

Abstract Others

পথ চলা

পথ চলা

1 min
175


অসীম ভাবনার মাঝে হারাই নিজেকে,

বারংবার ভাবি, কোন্-টা ধ্রুব সত‍্য,

আজকের আমি না কালকের এগিয়ে চলা,

কেবল মনে হয় সবই নিমিত্ত মাত্র,

শুধু সময়ের দিকনির্দেশটাই সত‍্যি,

কোন অপেক্ষা নেই, চাওয়া নেই,

একেবারে নিঃসীম মহাশূন‍্য,

দুদিনের খেলায় আমরা গড়ি বালির প্রাসাদ,

ঢেউয়ের উচ্ছ্বাসে তা ভাঙে, আবার গড়ি,

আমাদের অলক্ষ‍্যেও চলেছে এমনই,

এমনই সব ভাঙাগড়া, নিরুত্তর ভাবনায়,

কাজল কালো চোখ জলে ভাসে,

কখনও তাতে রঙিন আলোর খেলা,

স্থবিরতাকে বর্জন করতে হবে তাই চলা,

আরো আরো অনেক পথ ক্রমশ চলা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract