প্রশ্নোত্তর
প্রশ্নোত্তর
এক আঁজলা জল ভরব তাই নিয়ত ধারায়,
নদীর দুঃখ মাপব বলে ওর কাছে গেলাম,
ও-ও দেখি মেঘের দিকে তাকিয়ে আছে,
মজা নদীর পাঁকের গন্ধে অতিষ্ঠ আমি,
ফিরে এলাম পায়ে পায়ে একটা হ্রদের কাছে,
স্পীডবোটের আওয়াজ আর ফুর্তির কোলাহল,
হ্রদটা আমায় জোরে জোরে ডাকছিল,
আমি না শুনে চলে এলাম ঘরের কোণে,
একটা জঙ্গল দেখব বলে পথটা পাড়ি দিলাম,
কিন্তু করাতের ছটপটানিতে মন খারাপ হল,
চুপ করে লিখে রাখলাম ডাইরির পাতায়,
এসব কী গল্পকথা হয়েই রয়ে যাবে ভাবীকালে,
প্রশ্নটার নাড়াচাড়ার অন্যমনস্কতায় দেখলাম,
খাঁচার কতগুলো পাখিকে, উড়িয়ে দিলাম,
মনে শান্তি পেলাম,সঙ্গে সব প্রশ্নের উত্তর।
