STORYMIRROR

Manik Goswami

Abstract Inspirational Others

3  

Manik Goswami

Abstract Inspirational Others

বীর ক্ষুদিরাম

বীর ক্ষুদিরাম

1 min
5


অকুতোভয় চিত্ত তোমার হে সংগ্রামী বীর,

অত্যাচারী ব্রিটিশ শাসকের কাছে হওনি নতশির।

বিপ্লবের ভাষা কিশোর কণ্ঠে পেয়েছে স্থান,

স্বাধীনতার জন্য তুমি করে গেলে প্রাণদান।

কাঁচা বয়সেই ব্রিটিশ শাসকের ছুটিয়েছো কালঘাম,

বাংলার জ্যোতি, তোমায় প্রণতি, অমর ক্ষুদিরাম।

প্রফুল্ল চিতে সহজেই তুমি মৃত্যু করেছো বরণ,

অসীম সাহসে ফাঁসির দড়ি কণ্ঠে করেছো ধারণ।

পরাধীনতার কষ্ট উপশমে তুচ্ছ করে প্রাণ,

জোয়ার এনেছো জন জাগরণে, স্বাধীনতা ধ্যান জ্ঞান। 

মুক্তির পথ দেখিয়েছো তুমি সোচ্চার প্রতিবাদে,

তোমার রক্তে লেখা রয়েছে বিজয়ের সংবাদে।

স্বপ্ন তোমার সফল হয়েছে জীবনের প্রতিদানে,

স্বাধীনতা এসেছে দেশের তোমার বলিদানে।

ভুলতে পারিনা আমরা তোমায়, তোমার সাহসিকতায়,

পরাধীনতার গ্লানি নির্বাণে, উচ্ছ্বাস মুক্তির আঙিনায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract