STORYMIRROR

Yogi Purnangsu Nath Mazumder

Classics Inspirational Others

3  

Yogi Purnangsu Nath Mazumder

Classics Inspirational Others

সত্যি এটাই

সত্যি এটাই

1 min
3

কেনো এই বিভেদ !

কেনো এই মনোমালিন্য ?

রবীন্দ্র হক

কিংবা নজরুল ,

উনিশশো সাতচল্লিশ

কিংবা উনিশশো একাত্তর ,

ভোরের সূর্য

কিংবা অশোক চক্র ,

আমরা তো একই

আমরা তো বাঙালি ।।


ব্রিটিশ বাঁধিয়েছিলো রণ ।

কিন্তু ভাঙেনি আমাদের মন ।।

আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ,

ব্রিটিশের বিরুদ্ধে  

আন্দোলন করেছিলাম ।

সফল ও হয়েছিলাম ।।

তবুও শেষে —

ওরা লাগিয়েছে

রেড ক্লিপ রেখা ।

বদলিয়েছে মানচিত্রে সীমারেখা ।।

কিন্তু পারেনি —

আলাদা করতে

আমাদের মুখের ভাষা ।।

কারণ সত্যি এটাই —

আমরা একই ;

আমরা এক সুতোর দুই কিনারা ,

আমরা বাঙালি ।।


Rate this content
Log in

More bengali poem from Yogi Purnangsu Nath Mazumder

Similar bengali poem from Classics