পুজোর বার্তা
পুজোর বার্তা
কাশ ফুটেছে নদীর ধারে,
ছাতিম আছে পুকুর পারে,
উঠোন তলে শিউলি ঝরে,
দুর্গা পুজো আসছে।
শিউলি ছাতিম ছড়ায় গন্ধ,
অন্ধ বাউল গাইছে ছন্দ,
বাতাস বইছে মৃন্দু মন্দ,
আমার বাংলা হাসছে।
দীঘির জলে কমল দোলে,
কানে কানে শরৎ বলে,
পুজো নিয়ে এলাম চলে,
এসো সবাই ছুটে।
নীল আকাশে মেঘের ভেলা,
ঘাসের আগায় হিমের খেলা,
পুজোর বার্তা সারা বেলা,
নাও তো মজা লুটে।
