সবার স্বাধীনতা
সবার স্বাধীনতা
স্বাধীনতা অর্জন করতে হয়তবে স্বাদ মেলে,
দত্ত হলে চলে,
হাত পাখার বাতাস যেন বয়।
ভারতমাতার বীর সন্তানদল
দিয়েছিল তুলে,
স্বাধীনতা বলে,
আমরা দেখিনি তার অন্তস্থল।
তাই কামড়েছি শুধু কামড়েছি
খত হয়েছে গায়ে,
খোঁড়া হয় পায়ে,
স্বাধীনতা নিয়ে জাবর কেটেছি।
যতন দিতে ভুলেছি বারে বারে
ধরেছে পচন,
চাই সংশোধন,
সবার জন্য স্বাধীনতা এবারে।
