মুক্তির সন্ধানে
মুক্তির সন্ধানে
বৃষ্টি নিজের গতিতে নেমে আসতে পারে
মাটির বুকে নিজেকে মিশিয়ে দিতে।
ফিরে যেতে পারে না আকাশের গলায়
সে পুনরায়।।
জীবন রেলগাড়ি ছুটতে ছুটতে একদিন
পৌঁছে যাবে শেষ গন্তব্যে
চাওয়া পাওয়া শূণ্য মৃত্যু-স্টেশনে
যেখান থেকে আসবে না ফিরে
জীবন আর কোনদিন।।
মাটির বুকে বৃষ্টি যেমন খোঁজে মুক্তি
মৃত্যুর কোলে জীবনও চায় মুক্তি।
