এগিয়ে যেতে হয়
এগিয়ে যেতে হয়
কেউ থাকে না পাশে কেউ নাহি আসে
বড়ো একলা লাগে ক্ষোভের পাহাড় জাগে।
আমি ছুটেই মরি হোঁচট খেয়ে পড়ি
শেষে হিসেব করি ভুলের পাহাড় চড়ি।
পিছিয়ে যেতে চাই অনুমতি যে নাই
দাঁড়িয়ে কিনারায় কে সাহস টুকু পাই।
উপায় কিছুই নাই এগিয়ে যেতে চাই।
