বর্ষা
বর্ষা
বর্ষা পানি বৃষ্টির গান, ফুলের রং মিশে যায় মাটির সঙ্গ। মেঘের কাপড় ধরে আকাশে, সূর্যের আলোতে সব রঙ আনে মানুষের মনে।
পাখির গুঁড়ির সুরে প্রেমের গলি, স্বপ্নের দুনিয়ায় বদলে যায় পুরাণি স্থান। হৃদয়ে বাজে সব সুখের সুর, কবিতা শেষ হলেও থাকবে যেন যুগের মৌখ।
বৃষ্টির বুকে গোধূলি বাতাস, চোখে পানি, দিলে ব্যথা আস, কবিতা লিখি সুন্দর নীরব রাতে, স্বপ্নের আলোয়, কাব্যের মাধ্যমে।
বৃষ্টির ধারে ভিজে, সুরের সন্ধানে আমি লেগেছি মন। চাঁদের আলোয় রঙিন স্বপ্ন, কবিতা লেখি, সময় যায় গোলগোল।
