মানবতার কণা
মানবতার কণা
শখের পাখি, আকাশে উড়ে,
সূর্যের রশ্মি, সোনার রেখে।
বৃষ্টির বুনে, মেঘের ছায়া,
প্রকৃতির ছবি, মনে রেখে।
প্রদীপ্ত আকাশে তারার ঝিলমিল,
জীবনের রঙিন কাহিনী ছড়িয়ে।
প্রেমের গীতি, সুখের পাতাল,
বন্ধুত্বের আবেগ জ্বলিয়ে।
পাহাড়ের মাঝে সেতুর দিকে,
ধূসর নদীর পানি লেখা পাথর।
সেই পাথরে কাঁদে একা,
স্বপ্নের পুতুল যেন আঁখি ভরা।
শহরের গলিতে মানবতার কণা,
ঘরের মধ্যে স্বপ্নের মিষ্টি গান।
কাজের মেলা, স্থির কৃতজ্ঞতা,
সব সময় পাশে থাকি বন্ধুর মান।
জীবনের পাতা একে একে পড়িয়ে,
বদলে যায় পরিস্থিতির রং।
তবুও সাথে থাকে আমাদের কবিতা,
যেখানে প্রেম ও আবেগের সঙ্গ।
