অসীমের হাতছানি
অসীমের হাতছানি
জীবন চমকায় জীবন বদলায়
কখনও মেঘের গর্জন কখনও বৃষ্টি বর্ষণ
কখনও হাসায় কখনো কাঁদায়
তবুও জীবন বয়ে চলে দূর বহুদূর।।
জীবন হরকায় জীবন থমকায়
কখনও সুখে চমৎকার কখনও দুঃখে আঁধার
কখনও হাসায় কখনো কাঁদায়
বন্ধুর জীবনে চড়াই উৎরাই সুউচ্চ ঢাল।।
জীবন অসীম জীবন সসীম
কখনও জন্ম জন্মান্তর কখনো সব অবান্তর
কখনও হাসায় কখনো কাঁদায়
সসীম জীবনে আসে অসীমের হাতছানি।।
জীবন অভিসার জীবন অবিচার
কখনও পাহাড়ী ঝর্ণা কখনও কলিঙ্গ রক্তবন্যা
কখনও হাসায় কখনও কাঁদায়
তবু এই জীবন প্রেম যুদ্ধের ইন্দ্র কানন ।।
