STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

অসীমের হাতছানি

অসীমের হাতছানি

1 min
167

জীবন চমকায় জীবন বদলায়

কখনও মেঘের গর্জন কখনও বৃষ্টি বর্ষণ

কখনও হাসায় কখনো কাঁদায়

তবুও জীবন বয়ে চলে দূর বহুদূর।।

জীবন হরকায় জীবন থমকায়

কখনও সুখে চমৎকার কখনও দুঃখে আঁধার

কখনও হাসায় কখনো কাঁদায়

বন্ধুর জীবনে চড়াই উৎরাই সুউচ্চ ঢাল।।

জীবন অসীম জীবন সসীম

কখনও জন্ম জন্মান্তর কখনো সব অবান্তর

কখনও হাসায় কখনো কাঁদায়

সসীম জীবনে আসে অসীমের হাতছানি।।

জীবন অভিসার জীবন অবিচার

কখনও পাহাড়ী ঝর্ণা কখনও কলিঙ্গ রক্তবন্যা

কখনও হাসায় কখনও কাঁদায়

তবু এই জীবন প্রেম যুদ্ধের ইন্দ্র কানন ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract