ও তো নারী
ও তো নারী
ও তো নারী,
আমাদের মায়ের মতো,বোনের মতো।
তাই,তার পিছনে পাগলা ষাঁড়ের মতো
তাড়া করছি আমরা।
ওকে দেশ থেকে দেশান্তরে
ছুটে ছুটে লুকিয়ে পড়তে হচ্ছে।
তবে তার দোষ কি?
সমাজের অন্যায়ের বিরুদ্ধে বলছে বলে!
পুরুষের খবরদারি মানছে না বলে!
ও যদি পুরুষ হতো!
এই ভাবে হার না মানা ভাব প্রকাশ করতো
আমরা সবাই রে রে করে কুর্নিশ জানাতাম
কতো শত উপাখ্যানে
তার বীরত্ব প্রচার করতাম।
ও তো নারী!
তাই ওর এই মনোভাব মেনে নিতে
আমাদের এতো দ্বিধা।
