STORYMIRROR

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Classics Others

3  

পূর্নব্রত ভট্টাচার্য্য

Abstract Classics Others

আবার এসো ফিরে

আবার এসো ফিরে

1 min
110

আজও তোমার পুজো

আনন্দ আর আলোক সমারহে

আজ তোমার পুজো

পথের মাঝে হাজার লোকের ভিড়ে ।

আজ তোমার পুজো

সুস্বাদু আর মোহন ভোগের ডালি

আজ তোমার পুজো

তবুও আমার খোকার পেটটা খালি ।

আজ তোমার পুজো

সেজেছো মা কি অপরুপ সাজে

তোমায় দেখেই মাগো ধন্য চক্ষু

ভুলি পেটের খিদে ।

আজ তোমার পুজোয়

হয়তো আমার এটাই ছিল পাওয়া

জননি মোর মাথার উপর

রেখো স্নেহের ছায়া ।

আজ তোমার পুজোর আলোক মায়ায়

আমার থাক না কুঠির আঁধার

জানি আনবে তুমি এই আঁধারে

নিয়ে আলোর জোয়ার ।

আজ তোমার পুজোয় আমিও সুখী

পথের আলোর মাঝে

ঘুচিয়ে তুমি সকল আঁধার

আবার এসো ফিরে ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract