পুজার গন্ধ
পুজার গন্ধ
বৈলছে পুজার নাকি গন্ধ লাইগেছে,
বলি সেটো আবার কি !
হামাদের কুইড়া ঘরে মাটির সোঁদা গন্ধ টো গেলো নাই এখনও ।
আশ্বিন মাসে দুগ্গা আসে সেটো তো জানায় আছে,
বলি দুগ্গার সাথে খেত খামার কি ভরে ?
দুগ্গা পুজার ঠাট বাট আমাদের লাগে লই,
বড়লোকেরা কিনছে দেখ গা কত সকল বাহারি রঙের জমা ।
ছাপা শাড়ীতেই জীবন গুজার লি,
তাতেই বলি ভাতের হাঁড়িতে জল ফুইতে মরে,
অভাব যখন দুয়ারে দাড়ায়,
ভক্তি তখন দুর থাকেই ভালে ।
চার দিনের এই পূজাতে বস্তা বস্তা উড়বেক টাকা,
আর আমরা হাভাতেরা হাই হাই করে পার কইরবো প্রতিদিনটা ।
বলি সবাই যদি মানুষ বঠি, লাল রক্তের মানুষ ,
তবে সবার জন্যে পরবের ফুর্তি এক কেনে লই ?
বুড়া ছোকরা বাদেই দিলি,
ছা গুলার কি দোষ বল দিখিনি
বছর পুরালে একটা কেনে সুতির জামাও জুটেনি ।
দুগ্গা মেলায় এই কদিন ঝুলবেক বড়ো বড়ো লাড়ু, কেমন করে ছিলাদের লালসা গুলো মিটাই বল দিখিনি ।
আসবি যখন প্রতি বছর মাগো,
আমাদের দিকে একটু হলেও ভালিস,
আমার ছিলাদের ছেড়া কাথা তোর গণেশের পাশে দামী বালিশ ।
