কৃতকর্মের জ্বালা
কৃতকর্মের জ্বালা
অসৎ এর দল ভারী,
তৎক্ষণাৎ নেয় অনেকের নজর কাড়ি।
তবু সবাই থাকে চুপচাপ,
কেউ কেউ দেখে সৎ বড়ো একা
একাকীত্ব দেখে তারা হাসে ফিসফাস।
কিন্তু,ভবিষ্যৎ এর দৃষ্টি অন্য জায়গায়,
সে দেখে একদিন উলঙ্গ অসৎ
দাঁড়িয়ে আছে খাদের কিনারে একা।
মৃত্যুর হাতছানির অপেক্ষা,
মৃত্যূও তাকে দেয় না সঙ্গ সেই সময়।
অসৎ একা অশ্বত্থমা,
সর্বত্র কৃতকর্মের জ্বালা।
