স্বপ্নপূরণ
স্বপ্নপূরণ
শৈশব হতে জানি তোমায়
বইয়ের পাতায়
জ্ঞানী গুণী মানুষ আসতো
সে ঠিকানায়।
তুমি ছিলে জ্ঞানের পীঠস্থান
নাম নালন্দা
জ্ঞান বিতরণ ছাড়া ছিল না
অন্য ধান্ধা।
যুগ বিকাশের অন্যতম
এক মাপকাঠি
বিশ্ববিদ্যালয় হিসাবে
খুব পরিপাটি।
সচক্ষে দেখে আজ তোমায়
ধন্য জীবন
হলো মনে লালিত পালিত
স্বপ্ন পূরণ।
