ধনী গরীব কথা
ধনী গরীব কথা
সারি সারি সূর্য মুখী
কাল রাত্রির অপেক্ষা
পুব আকাশে সূর্য উঠি
বলে এলাম সখা।।
হাসি মুখে সোনা ফোটে,
গাছে গাছে খোঁপা
খোঁপার ভারে মাথা টুটে
কান্ড খানি ফাঁপা।।
কালা কালা পোকা মাছি
ভনভন করে উড়ে
উড়ে এসে তাই মৌমাছি
কয় তোরা যা দূরে।।
গরীব থাক কাছে বা দূরে
সদা কপাল পোড়ে
সেথা ধনী আসে উড়ে
নেয় সব কিছু কেড়ে।।
