STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Classics Others

শিক্ষা নয় ছাতা

শিক্ষা নয় ছাতা

1 min
207

ভেঙে গেছে শিক,ছিঁড়ে গেছে টিক;

ওর আর ক্ষমতা নেই ঠিক,

এই সেই ছাতা,

যা এককালে ছিল সবার ভরসা।

যদি বৃষ্টি পড়ে ঝিরঝিরে,ধরে শিরে;

মাথা ভিজা আটকায় ধীরে,

কাজে লাগে শিক্ষা,

বাকীটা সবই অর্থের উপর ভরসা।

যদি নামে ঝমঝম বৃষ্টি,প্রচলিত কৃষ্টি,

মেধা করে না কোন সৃষ্টি,

ছড়াও দুহাতে অর্থ,

তোমার প্রচেষ্টা হবে না কো ব্যর্থ।

যদি না থাকে অর্থ,না থাকে সামর্থ্য,

স্বপ্নদীপ প্রচেষ্টা হবে ব্যর্থ,

রক্তমাখা ওই দেহ ,

পড়ে রবে নিচে অহমহীন,উলঙ্গ অনর্থ।

সমাজে নগ্ন শিক্ষা ব্যবস্থা,নেই আস্থা;

সবার একই স্বপ্নভঙ্গ অবস্থা,

শিক্ষা হয়না ছাতা,

ভোগবাদী সমাজে দুস্প্রাপ্য এক পণ্য।

লাভ করেও ডিগ্রি,ছেড়ে যেতে নয় এগ্রি,

যাবে না ফিরে নিজের বাড়ি,

পণ্য শিক্ষা নিয়ে মাথায়,

প্রতিনিয়ত নিজেকে করে তোলে বন্য।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract