ফিরিয়ে দাও শৈশব
ফিরিয়ে দাও শৈশব
গ্রীষ্মের খাঁ খাঁ দুপুর বেলা
পুকুর জলে সাঁতার খেলা
আম বাগানে গাছে চড়ে
আম আমি খেতাম পেট ভরে।।
সবার চোখে ফাঁকি দিয়ে
থাকতাম পশু পাখি নিয়ে
চাইনা আমার কোন বৈভব
ফিরিয়ে দাও একবার শৈশব।।
