স্বাধীনতা
স্বাধীনতা
মানুষের এই অতি যন্ত্র নির্ভরতা,
জানি না,
কতটা অনিষ্টকর হবে তা,
তবে একটা সময়,
মানুষকে যন্ত্রণা দিতে ছাড়বে না।
সৃষ্টির নেশায় এমন যন্ত্র হবে,
আবিস্কার,
যার উপর মানুষের থাকবে না
নিয়ন্ত্রণ,
যন্ত্র সৃষ্টি করবে যন্ত্র,
মানুষ হারাবে তার স্বাধীনতা।
