এপ্রিল ফুল
এপ্রিল ফুল
সকাল থেকে মাথা ভারি
নির্দেশ আছে জারি
আগামীকাল কাজের সারি
আমি কি যে করি?
ওই শ্যাম রাখি না কুল রাখি
কোন স্কুল যাবো ভাবি,
মেয়ের স্কুল না আমার স্কুলে
আমি খাচ্ছি খাবি!
বিকাল বেলা এলো যে মেল
সকালে মেয়ের স্কুল
সময় পাবো তখন অঢেল
সারাদিন এপ্রিল ফুল।
