নিম্ন চাপের ফসল
নিম্ন চাপের ফসল
আকাশ জুড়ে মেঘের দখল
আঁখি করে ছল ছল,
বায়ুর বেগে বৃষ্টির আঁচল,
ভয়ে করে টল মল।
থেমে থেমে নেমে আসে,
নিয়ে যতো দলবল,
মাঠে ঘাটে চলতে হাসে,
বেণু রবে কলকল।
ওরে নিম্নচাপের ফসল,
বাজে কেন মাদল?
ডাকে লোকে স্নেহ বৎসল,
আকাশ জুড়ে বাদল।
