তিন বন্ধু
তিন বন্ধু
নীল আকাশের মত প্রসারিত বন্ধুত্ব আমাদের
একই পথে জরাজরি করে যাই চলি ,
চায়ের কাপের বিল নিয়ে করি হুটোপুটি
গেছে বছরঘুরে কিন্তু রয়েছে একই সবটা,
যেমন রাস্তার বেঞ্চের বৃষ্টির ছিটে আসা জলটা,
ভিজেয়েছি সবাই করে একসাথে তুমুল লুটোপুটি
তিন বন্ধুর বন্ধুত্বের বাঁধনে সবটা সুন্দর খুনসুটি।
আজ বকুলের সুবাসে সুরভিত স্নিগ্ধ বিকেল
জীবনের অচেনা পথে খুঁজে ফিরি বন্ধুত্ব,
মনের খাচায় রয়েছে জমানো শত অভিমান
নিয়ে কত তোদের নিয়ে আজ বিষাদে পূর্ণ প্রাণ ,
বন্ধুত্ব সাথে নিয়ে কত শত আবেগী রঙিন পথ চলা।
তিনজনায় মিলে কত সুন্দর মুহূর্ত কত কেটেছে বেলা।
বন্ধুরা ছাড়া জীবনের এই গলিপথগুলো বড়ই অচেনা,
অন্ধগলির মাঝে পথ দেখানো সেই বন্ধু যে বড় চেনা।
আজও সঙ্গছায়ায় যেন আলো খুঁজে পায় অন্ধত্ব।
সময়ের সাথে থেকে যায় সব বাঁধনের পর শুধুই বন্ধুত্ব।
