STORYMIRROR

TIYASHA HORE

Abstract Inspirational Others

3  

TIYASHA HORE

Abstract Inspirational Others

মা (তিয়াসা হোড়)

মা (তিয়াসা হোড়)

1 min
3

মা তুমি আজ কেনো চুপ ? 

তুমি আজ নও কেনো তেজস্বিনী ? 

কেনো তোমার এই বিধ্বস্ত রূপ ? 

তুমি মা আজ কেনো হয়ে নির্বিকার ? 

তুমি তো উচ্ছ্বাসের বার্তা - 

তবুও তুমি কেনো করোনা তা স্বীকার? 

তোমার আজ কেনো এতো গ্লানি ? 

তুমি তো আলো - 

যে এক ছোঁয়াতেই কাটাতে পারে সকল হানাহানি ! 

আমি চাই তোমার মুখে হাসি ,

হোক কষ্ট মোর সহস্র - 

তবুও মা আমি তোমায় ভালবাসি ! 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract