শারদীয়া
শারদীয়া
অষ্টমীর রাত মানেই জমজমাট ,
চারিদিকে ধুনোর গন্ধ আর খিচুড়ির সুবাস -
সে যে শুধু পুজো নয় বরং এক খুশির হাট!
প্যান্ডেলের ভিতরে গিয়ে করা হাসাহাসি ,
বন্ধুদের সাথে চুটিয়ে দেওয়া আড্ডা আবার ওঠে বলে -
"শারদীয়া আমরা তোমায় বড় ভালবাসি" !
