STORYMIRROR

TIYASHA HORE

Abstract Inspirational Others

3  

TIYASHA HORE

Abstract Inspirational Others

বৃষ্টি (তিয়াসা হোড়)

বৃষ্টি (তিয়াসা হোড়)

1 min
152

বৃষ্টির শব্দে কান হয় উত্থলিত, 

চারিদিকে মেঘের ঘটা - 

কোথাও যেন মন হয় বিগলিত ! 

মাটির গন্ধ কাড়ে মনের চিন্তা , 

মনমাতানো পরিবেশ যে হয় সৃষ্টি - 

বুঝি কাটায় আজ তা মলিনতা ! 

পাতায় পড়ে শিশির বিন্দু একখানি , 

আকাশ পানে চেয়ে দেখে বুঝি - 

সূর্য যে আজ বড়ই অভিমানী ! 

সূর্য অপেক্ষা করে লুকিয়ে থাকার জন্য , 

মেঘের পুঞ্জ দেয় তারে ঢেকে - 

মাতায় সমগ্র বিশ্ব হয়ে অনন্য ! 

বুঝি নদীগুলি বয় ধীরে ধীরে , 

পাখিদের শুনি কিচিরমিচির - 

বুঝি ফিরে এলো ওরা নিজ নিজ নীড়ে ! 

রোদ দেয় সূর্য অতীব তেজে , 

বৃষ্টি কি শুধু ভেজায় মোদের ? 

সমগ্র বিশ্ব যে তার আলিঙ্গনে ভেজে ! 

মিষ্টি রোদ্দুর উঠলে আকাশে , 

শুকনো হতে থাকে মাটি - 

কিন্তু বাতাস যেন বৃষ্টির গন্ধে ভাসে ! 

বৃষ্টি যেন এক নিবিড় হাতছানি , 

কি জানি কখন ঘটবে তার পুনঃআগমন - 

তাহলে কি আজ সেও অভিমানী ?

বৃষ্টির জল কি সত্যিই থাকে আসল , 

বৃষ্টি যে করে অন্তরের দ্বার উন্মুক্ত - 

থাকে কি তাতে অংশ চোখ দুটি হলে সজল ? 

বৃষ্টি দেয় স্মৃতিকে ভাবতে বারবার , 

পুরনো দিন যায় নিয়ে - 

দেয় বুঝি সুযোগ করতে অশ্রুগ্রন্থিকে ব্যবহার ? 

বৃষ্টিকে যে কেবল প্রশ্রয় দেয় না প্রকৃতি , 

বৃষ্টি যে একান্ত অনুগত -

দেয় গড়তে হৃদয়ের ভাঙাচোরা আকৃতি ! 

বৃষ্টি আসুক নিয়ে শুভ্রতা , 

হোক সকল মিথ্যার অবসান -

বৃষ্টির জল বয়ে নিয়ে যাক সকল মলিনতা ! 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract