স্বাধীনতা
স্বাধীনতা
দেখি নাই স্বাধীনতার সংগ্রাম ,
পাই নাই স্বাদ কষ্টের ।
তা বলে কি স্বাধীনতা সত্ত্বাহীন ?
যার সূত্রপাত হলো দিয়ে সংগ্রামীদের রক্তের !
স্বাধীনতা মানে কি কেবল মুক্তি ?
নাকি খাঁচা থেকে পাওয়া ছাড়া ?
যা দেয় করতে ব্যক্ত নিজস্বতা -
কোনো দ্বিধা-দ্বন্দ্ব ছাড়া !
হতাম যদি সংগ্রামী -
বুঝতাম স্বাধীনতার মর্ম ।
জাতি-বর্ণ নির্বিশেষে -
যা হয়েছিল মোদের পরম ধর্ম !
ব্রিটিশরা এসেছিল করতে রাজত্ব -
অছিলায় করতে ধ্বংস স্বাধীনতা!
বুঝি তাদের সাধ করে অপূর্ণ -
দমন হয়েছিল সেই দস্যুদের বর্বরতা !
পাশ্চাত্য কে দেখে জাগলে ঈর্ষা -
ঘেঁটে দেখো ইতিহাস ।
করতে এসে উন্নতি -
করেছিল যারা সভ্যতার বিনাশ !
স্বাধীনতা যে কত দামী ,
তা বুঝতে সেদিন -
যেদিন ছিলে পায়ের তলায় ,
মিশিয়ে ধুলোতে মান-সম্মান !
কতই না সন্তান হলো বলি ,
করে খালি মায়ের কোলকে !
হাহাকার চিৎকার করেছিল স্বাগত -
বীরেদের পরমপ্রাপ্ত স্বাধীনতাকে !
কেনো আজ স্বাধীনতা লাঞ্ছিত -
হয়ে সকলের কাছে বঞ্চিত ?
এই সেই স্বাধীনতা -
যা সহস্রের রক্ত দ্বারা অর্জিত !
উদয় হোক নতুন সূর্যের আলো -
করতে স্বাধীনতাকে আহ্বান !
সহস্র বাঁধা পেরিয়েও -
ধ্বনিত হোক স্বাধীনতার জয়গান !
