নারী
নারী
নারী তুমি নও কেন অভিমানী ?
কেন তুমি এতো হেয় ?
কেন তোমার হয় সম্মানহানি ?
দুর্গা রূপে পূজিত তুমি বিশ্বে -
সকলে করে মাতৃরূপে আরাধনা তোমার ,
কেন নির্যাতনে তুমি শীর্ষে ?
তুমি তো আছ মাতৃরূপে বিদিত ভুবনে -
তোমার রূপ তো অশেষ !
তুমি তো পূজিত সকলের মননে !
নারী ঠিকই কাড়বে প্রাণ দুষ্টের ,
হবে পৃথিবীর কল্যাণ -
দিন হইবে শেষ সকল কষ্টের !
অপেক্ষায় থাকব আমি চিরকাল ,
তোমায় জানাব আহ্বান -
তাতে যাইতে হোক আকাশ-পাতাল !
নারী তোমায় দেখিব অন্য এক রূপে ,
সে রূপে থাকুক রাশ -
হোক প্রায়শ্চিত্য তব নাম জপে !
