বঙ্গভূমি
বঙ্গভূমি
মম শিরায় শিরায় ধ্বনিত হোক বঙ্গভূমির নাম ,
ফলশ্রুতি যাই হোক না কেনো -
মৃত্যু বিনা না হতে পারে অন্য কোনো পরিণাম !
সহস্রের রক্ত দ্বারা যে ভূমি শিক্ত,
হয়তো বা পাবে একটু মোর অংশ -
এযে কষ্ট নয় বরং করবে আমায় পরিতৃপ্ত !
