STORYMIRROR

TIYASHA HORE

Inspirational

4  

TIYASHA HORE

Inspirational

আগমন (তিয়াসা হোড়)

আগমন (তিয়াসা হোড়)

1 min
315

আজ হৃদয় ভারাক্রান্ত , 

হচ্ছে মনে ভয় ! 

যদি হয় আগমন তোমার , 

তাহলেই কী সমস্যার সৃষ্টি হয় ?

সবার আনন্দের মাঝে একলা - 

কেন তুমি হয়ে আশ্রয়হীন? 

কেন তুমি আজি এত ভীত - 

কেন তোমার মুখ মলিন ? 

খুশি হয়েও দুঃখী তুমি , 

হৃদয় না ভেঙেও ভগ্ন ! 

তবে কি একাকীত্ব করে গ্রাস - 

করে নষ্ট তোমার শখের স্বপ্ন ? 

আকাশে আজ মেঘের খেলা , 

চারিদিকে বইছে মৃদু হাওয়া ! 

সবাই উচ্ছ্বাসে মত্ত হলেও , 

তুমি নিশ্চিত করো নিজের যাওয়া ! 

আজি কেন মলিন হল দিন ? 

সবাই কেন দুঃখী ? 

সবাই করেছিল অবহেলা - 

যখন তারা ছিল সুখী ! 

সবাই তো ছিল ভালো , 

কেন আজি বিষণ্ন ? 

তবে কি তারাও বোঝে মর্ম - 

কেমন লাগে ভাঙতে স্বপ্ন ! 

তুমি তো ছিলে নিরুত্তাপ , 

তবুও ছিলে উজ্জ্বল ! 

আজ সবাই অন্ধকারে আচ্ছাদিত হলেও - 

তুমি সমভাবে উজ্জ্বল ! 

বাতাস করছে প্রশ্ন সেই সকলকে - 

যারা ছিল সমালোচক ! 

আজ তারাই খুশি , 

মানে তোমার আগমনকে সার্থক ! 

তারা দিচ্ছে আগমনকে মান্যতা , 

দিচ্ছে সুখকালীন বার্তা ! 

যারা ছিল এতদিন অচেনা , 

তারা ডাকে বলে তোমায় কর্তা ! 

যোগ্যতাই কি সুখের চাবিকাঠি -

দেয় জিতিয়ে সকলের মন ? 

নাকি এক খেতাব - 

যা নিশ্চিত করে নিজ আগমন ! 

________________________________



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational