পুষ্পাঞ্জলি
পুষ্পাঞ্জলি
যে জীবন ক্ষয়ে গেছে নিদাঘের করাল কবলে,
যে জীবন বয়ে গেছে ক্ষুরধার করাতের কলে ,
ছিন্ন পুষ্পমালিকায় নৈবেদ্য রূপে করি নিবেদন,
আজি এই অপরাহ্নে অক্ষয়ে পূর্ণ হবে সন্ধিক্ষণ ।
অকাল বার্ধক্য জরা প্রতিরোধ হেতু প্রতিশোধে ,
ক্ষণে ক্ষণে দীর্ণ মনে জয়গানে জীবনের বোধে ,
লভিতে বাঞ্ছিত দশা নিত্যদিন দিতেছে পুষ্পাঞ্জলি,
আজি এই সন্ধিক্ষণে , হে মাতে ,লহ মদিরতাবলি ।
হেথা নয় অন্য কোথা, অন্য কোন গিরিরাজ শিখরে,
রয়েছে তুষারে ঢাকা অনন্তকাল হৃদয়ের পরে ,
কটিদেশে কোটি কোটি চিরবাঞ্ছিত অমৃতকলস,
করিবে মধুর মদির এ জগত চিরকাল বিদ্বেষ বশ ।
আজি এই সন্ধিক্ষণে দলিয়া অসুররাজে মুক্তি আনিলে,
মানবতা রূপী যত দানবের শিরে শিরে পদাঘাত দিলে ,
এ শুধু ছলনা নয় ; ললনার শক্তিরূপী বাঞ্ছিত ফসল ,
জগজ্জননী মাতে জান নাই কত আশায় মানব সকল ,
সম্বাৎসরিকে শুধু দিনকয় জ্বালাময় শরীরে শরীরে ,
অপেক্ষায় রত রয় জগজন ভাসে তার হর্ষাশ্রুনীরে ।
কেহ নাই, কিছু নাই এমত সকল প্রাণ আকুল আবেগে,
সেও চমকিয়া ওঠে তব আগমনী সুরে পুষ্পাঞ্জলী বেগে।
