STORYMIRROR

Nilay ranjan Chatterjee

Abstract Inspirational Others

3  

Nilay ranjan Chatterjee

Abstract Inspirational Others

শিল্পী ও শিল্প

শিল্পী ও শিল্প

1 min
181


একজন মানুষ 

আর একজন প্রতিকৃতি

দু জনেই মুখোমুখি !

একজনের চোখে 

অপরের ছায়া

পরস্পর চোখাচোখি !

চোখ মিলিয়ে নিচ্ছে

সেই ছায়া--

এক হচ্ছে কি না-

তার কল্পনার কায়া !

মানুষ টি পুরোপুরি

প্রতিকৃতির ভিতরে 

ছায়া প্রাণহীন

সে বাইরে !

মানুষ টির হাতে তুলি

কখনও কালো

কখনও লাল 

কখনও পিঙ্গল 

কোথাও বা সাদা 

সেই সাদার ওপর পড়বে

আবার রং এর পর্দা !

শিল্পী তাকিয়ে আছে একদৃষটে ...

তাকিয়ে থাকতে থাকতে 

থাকতে থাকতে ..

পূর্ণাবয়ব প্রদান

তারপর হয় চক্ষুদান ..!

সে অতি কঠিন পর্ব 

প্রাণ মন মিলিত

এক বিন্দু সর্ব !

তুলিকেও স্থির রাখা অতি সন্তর্পন

দেবীর মুখের সাথে মিলিয়ে নেয় নয়ন !

সব শেষে দেবীর হয় বরণ !!

তখন পূর্ণ সজ্জিতা

পোশাক পরিহিতা,

দেবী হন অধিষ্ঠিতা

শিল্পী ও শিল্প তখন এক সত্তা 

আসে পূর্ণ সফলতা !



Rate this content
Log in

Similar bengali poem from Abstract