প্রতিবিম্ব
প্রতিবিম্ব
সারা বছরের টানাপোড়েন
শুধু নাই নাই গান !
চাকরি নাই , শিল্প নাই
মনে কারও শান্তি নাই ---!
তবুও চারটে দিন কত আনন্দ ছিল
কত ছোটাছুটি , কত কেনাকাটা
কত আলাপ , কত হাসি গান
আজ বিদায় বেলায় সব যেন ম্লান ...!
বিদায়ের ভাষা খুঁজে মেলা ভার
বর্নমালার বর্ন গুলো যেন অস্পষ্ট
কেন বুঝতে পারছি না ....!
হয়তো পড়েছে কিছু চোখে
কিন্তু না ! কিছুই তো নেই !
তাহলে ভাষা গুলো কি হারিয়ে গেলো ?
কলম সরছে না যেন ...!
কি লিখবো কিছুই মনে আসছে না
একটাই কথা বার বার মনে পড়ছে
আবার এসো ' মা ' .....
এই রকম সকলকে আনন্দে রেখো সারা বছর !
আমরা কত টুকু করতে পেরেছি তোমায়
জানি না , ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিও!!
ঐ তো -- বিদায়ের বাজনা বাজাচ্ছে ঢাকী
আর তো কিছুই নেই বাকি
পুরোহিত মশায় দর্পণে চরণের প্রতিবিম্বও দেখিয়ে
দিলেন --
বুঝতে পারলাম তুমি মন্ডপ ছাড়লে !!
