মহাপূজা
মহাপূজা
মহাপূজা
তিনি নিদ্রায় ছিলেন -
মহাষষ্টির মহালগনে
তাঁকে জাগানো হলো,
আমন্ত্রন জানানো হলো ।
সন্তানের ডাকে তিনি নিশ্চয়ই আসবেন -
কৈলাস থেকে মর্তে
আগামীকাল প্রত্যুষে
কারণ প্রথম প্রভাতেই যে ঘটস্থাপন !
চলবে পূজা ......
অষ্টমীর সন্ধিক্ষণে হবে মহাপূজা
আরতি ও পুস্পাঞ্জলি ,
নবমীতেও চলবে সমান আরাধনা
তারপর দশমীর প্রভাতেই
তাঁকে জানাতে হবে বিদায় !
সেখানে যে বাবা একা আছেন
তাঁকে দেখবে কে ?
............................................
