অমর শিল্পী
অমর শিল্পী
এমন মানুষ পৃথিবীতে
আমরা পাব কি আর--
শিল্প নিয়েই দিন কেটেছে
শিল্প ছিল জীবন যাঁর ।
বাঙলা মায়ের সেই ছেলেটির
বাড়ী খুলনা জেলায়
কপোতাক্ষ নদের তীরে
উথালী - ভদ্রবাটি পাড়ায় ।
কপোতাক্ষের অনেক গুন
বইছে কত ধারায়
কত কবি শিল্পীকে করেছে মহান
আমাদের এই ধরায় ।
ভদ্র কুলের ভদ্র ছেলে
নাম বীরেন্দ্রকৃষ্ণ
আকাশ বাণীর সব কলাতেই
ছিলেন উৎসাহি সতৃষ্ণ ।
দেখতে ছিলেন অতি সাধারণ
কণ্ঠে ছিল বাণী
চন্ডী স্তোত্র কণ্ঠস্থ
গেয়েছিলেন মহিষমর্দিনী ।
আজও যাঁর কন্ঠস্বর
মহালয়ার ভোরে
আকাশ বাতাস কাপিয়ে তোলে
আলোর সুরে সুরে ।
প্রণাম তোমায় শিল্পী
তোমার বহু মুখি প্রতিভার
এ পৃথিবীতে আবার এসো
আর্জি রাখলাম আবার !
