শুভ আসা
শুভ আসা
পুজো হলো সারা বছরের
অর্থ রোজগারেরকে শুরু করে
ফুচকাওলা , শিল্পী ,কর্মী সকলের ভরসা ।
পুজোয় অস্থায়ী দোকান বাড়ে চার গুণ
সাজওয়ালা ,ডাকওয়ালা ,চুলওয়ালা
বাড়ির মেয়ে বৌ , খোকাখুকি ব্যাস্ত
ঠিকে কাজের লোক বাড়ে শত গুণ ।
এখন তো মহিলারাও সেলুনে যান
পুজোয় নতুন স্টাইলে সাজলে
পুজো কটা দিন একটু প্রাণ পান ।
সারাটা ব্ছর সেই এক হাতা ,খুম্তি ,বেড়ি
সুক্তো, আলুপোস্ত আর চর্চড়ি
টাকা পয়সার টানাটানি, কাড়াকাড়ি
তার হাত থেকে চারটে দিনের গা এলাড়ি ।
যাঁরা উর্দ্ধতন সরকারি কর্মচারি
ব্যাঙ্ক কর্মী , চালাচ্ছেন রেলগাড়ি
তাঁরা কত আগে বুকিং করেছেন
সিঙ্গাপুর , থাইল্যান্ড, ব্যাঙ্কক , মুশৌরি
তারপর তো আবার - সেই এক গাড়ি
চালাতে হবে । সেই এক টানাটানির দড়ি
এপারে কত্তা ওপারে গিন্নি
উঠবে সে -ই পরিচিত সুর
থোড় বড়ি খাড়া, বড়ি খাড়া থোড় লহরী ।
পুজো আসে বলে চারটে দিন
মানুষের মনে কত ব্যস্ততা কত আনন্দ
মা, ঝড় ঝঞ্জা কাটিয়ে ফি বছরহোক তোমার আসা
তোমার শুভ আগমন জগৎবাসির অন্তরে
সঞ্চারিত করুক জীবনের প্রতি নতুন ভালবাসা !
...................................,...,..,..................
