দম
দম
পুজোর ঢাকে পড়লো কাঠি
বিদায় নিল বর্ষা
মহালয়াতে চন্ডী পাঠ
আকাশ হলো ফর্সা ।
পুজো পুজো পুজো পুজো
একটাই শুধু রব
ছুটছে সবাই দিকবিদিক
টগবগ টগবগ ।
হাতে তো আর নেইকো সময়
একটাই রবিবার
টেপা টেপির জামা কাপড়
কিনবো কবে আর ।
বুড়ো বাবা আছে ঘরে
বুড়ি মাও পাশে
একখানা করে দিতেই হবে
নইলে জড়াবো কথার ফাসে ।
গিন্নি এবার ধরেছে বায়না
দেখবে ঠাকুর কলকেতায়
টিকিট বুকিং হয়ে গেছে
পড়শি রা সাথে যাচ্ছে তাই ।
মাসের শেষে দুর্গা পুজো
হাওলাত খুব খারাপ
চাঁদার বিলও মেটাতে হবে
ভাবছি - কেমনে কাটবে রাত ।
দুগ্গা মাকে বলছি ' মাগো ..
বেতন টা একটু বাড়াও
অন্তত ডি এ , বোনাস টা ডবল করো
নইলে মূল্য বৃদ্ধি তাড়াও ।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম
বাজারের কি হাল
কিছু ধার করেও না হয় কাটাবো পুজো
কেমনে কাটবে - কাল ??
পরের বেতন অনেক দেরি
পুজা Advance ও শেষ
হুল্লা হুচুং আমজনতার
কেউ যাচ্ছে বিদেশ ।
ভাবছি আমি বসে মা গো
আমি ই বোধ হয় নরাধম
একটু কৃপা কর মা গো
যেন আগামী দিনে পাই দম !!
..............................................
