প্রতিমা দর্শন
প্রতিমা দর্শন
ঠাকুমার কাছে শোনা কথা
নবমীতে না -কি প্রতিমা দর্শন করতে হয় !
তাই ঠাকুমার হাত ধরে পথ চলা শুরু
একটা পাড়া ছাড়িয়ে আর একটা পাড়া
একটা মন্ডপ ছাড়িয়ে আর একটা মন্ডপ !
তিন দিন ধরে দেখে চলা প্রতিমা যেন
নতুন রূপে ধরা দিত একই চোখে !
ঠাকুমার দিন শেষ হওয়ার পর
ধরেছিলাম মায়ের হাত-----!
সে হাত ও ছিল খুব স্নেহ মাখা
ভালোবাসার পরশ মেশানো --!
সেই হাতের উষ্ণ ছোঁয়া আজও পাই
মা কিন্তু আজ নেই !
সামনে আছেন জগন্মাতা
তাঁকেই মা বলে চিনি জানি !
ওনার হাতেই সংসারের সব ভার
ছেড়ে দিয়ে আমি থাকি নির্ভার !
একদিকে ছেলে , একদিকে মেয়ে ,
মাঝখানে আমার ধর্ম সাক্ষী, নিশ্চিন্তে চলি এগিয়ে!
একটার পর একটা প্রতিমা দর্শন করতে করতে
রাত গভীর হয় কখন টের পাই না !
